ইসলামের ইতিহাস নিয়ে আরবি ভাষায় রচিত একটি প্রসিদ্ধ গ্রন্থ ‘আল বিদায়া ওয়ান নিহায়া‘। বিশিষ্ট মুফাসসির ও ইতিহাসবিদ আবুল ফিদা হাফিজ ইবনে কাসির আদ দামেশ্কী (রহ.) এটি রচনা করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল সৃষ্টিজগত, মানব সৃষ্টিতত্ব ও ইতিহাস এর মূল প্রতিপাদ্য। এখানে বিভিন্ন নবী-রাসুলদের আগমন ও তাদের কর্মব্যাস্ত সময়ের নানা বর্ণনাও সন্নিবিষ্ট হয়েছে। ‘আল বিদায়া ওয়ান নিহায়া‘ একটি ইতিহাস গ্রন্থ হওয়া সত্ত্বেও এ গ্রন্থে ব্যবহৃত উচ্চস্তরের ভাষা ও এর সাহিত্যিক মানের কারণে বিখ্যাত আরবি সাহিত্যিকদের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে। আল্লামা ইবনে কাসির তার এ গ্রন্থের প্রতিটি আলোচনা কোরআন, হাদিস, সাহাবা ও বিভিন্ন মনীষীর উক্তি দ্বারা সমৃদ্ধ করেছেন। এই গ্রন্থটির সপ্তম খণ্ডে হযরত ওমর রা. এর শাসনকাল সম্পর্কে বর্ণনা করতে গিয়ে তিনি তুলে ধরেছেন আমাওয়ার প্লেগের কথা। পাঠকদের জন্য হুবহু তুলে ধরছি—